বিজ্ঞাপন

অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, হাসপাতালে স্বজনদের ভাঙচুর

March 27, 2021 | 10:13 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিরাজগঞ্জ: জেলার আভিসিনা প্রাইভেট হাসপাতালে দায়িত্বে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এসময় হাসপাতালের বিভিন্ন জায়গায় ভাঙচুরও করেন নিহত রোগীর স্বজনেরা। নিহত শিশু দিয়ামনি (৬) পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার ছোটন আহমেদের মেয়ে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৮টার দিকে শিশুটি ভর্তি থাকা অবস্থায় মারা যায় বলে নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম।

পুলিশ ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পেটে পাথর নিয়ে শহরের আভিসিনা প্রাইভেট হসপিটাল লিমিটিডে বিকেল সাড়ে ৫টার দিকে ডা. এম আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে ভর্তি করা হয় শিশু দিয়ামনিকে। ডাক্তার প্রাথমিকভাবে রোগী দেখে বেডে দেওয়ার পর, আর কেউউ শিশুটির কোনো খেয়াল রাখেননি। হাসপাতাল স্টাফদের অবহেলাতেই শিশুটির মৃত্যু হয়ছে।

শিশুর চাচা রাসেল বলেন, ‘আমার ভাতিজিকে হাসপাতালে ভর্তি করার পর কোনো চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসক-নার্সদের অবহেলাতেই শিশুটি মারা যায়। মারা যাওয়ার আগে তাকে অক্সিজেন না দিলেও, মারা যাওয়ার পরে তাকে অক্সিজেন দেয় কতৃপক্ষ!’

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনও থানায় কোনো মামলা হয়নি। মামলা হলে বা অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে সরাসরি বা মোবাইল ফোনেও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন