বিজ্ঞাপন

সিঙ্গাপুরকে রেল প্রকল্প বাতিলের ক্ষতিপূরণ দিলো মালয়েশিয়া

March 29, 2021 | 5:15 pm

আন্তর্জাতিক ডেস্ক

সিঙ্গাপুরকে ৭৬.৩ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়েছে মালয়েশিয়া। দেশ দু’টির মধ্যে সংযোগ স্থাপনে নির্মণাধীন একটি হাইস্পিড রেল প্রকল্প বাতিল করায় এ ক্ষতিপূরণ দিতে হলো কুয়ালালামপুরকে। খবর ব্লুমবার্গ।

বিজ্ঞাপন

সোমবার (২৯ মার্চ) দুই দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ার সরকারের যাচাই প্রক্রিয়া শেষে ক্ষতিপূরণ হিসেবে এই আর্থিক অঙ্কে একমত হয়েছে দুই দেশ। এর মাধ্যমে দুই দেশ বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছেছে। ভবিষ্যতে দুই দেশের জনগণের স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে দুই প্রতিবেশীর।

এর আগে গত বছরের ডিসেম্বরে প্রায় ১৬ বিলিয়ন ডলারের এ প্রকল্পে পরিবর্তনের প্রস্তাব করে মালয়েশিয়া। তবে দুই দেশ প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়। গত জানুয়ারিতেই এ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত জানায় দুই দেশ। ৩৫০ কিলোমিটার দৈর্ঘ্য এ রেল প্রকল্প সিঙ্গাপুর ও কুয়ালালামপুরকে যুক্ত করার কথা ছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন