বিজ্ঞাপন

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় লাখের বেশি আক্রান্ত

April 5, 2021 | 2:23 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির ধারায় প্রথমবারের মতো দৈনিক শনাক্ত সংক্রমণের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এ ব্যাপারে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ তিন হাজার ৫৫৮ জন নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৫ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে, ভারতে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধির এটি নতুন রেকর্ড। দেশটিতে পূর্ববর্তী দৈনিক সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছিল ১৭ সেপ্টেম্বর, ওই দিন ৯৭ হাজার ৮৯৪ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।

অন্যদিকে, রোববার (৪ এপ্রিল) আরও ৪৭৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় দেশটিতে মহামারিতে মৃতের মোট সংখ্যা এক লাখ ৬৫ হাজার ১০১ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে ভারত। আর মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পর চতুর্থ স্থানে রয়েছে দেশটি।

ভারতের রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে শনাক্ত ২৯ লাখ করোনা আক্রান্ত নিয়ে শীর্ষে। রোববার রাজ্যটিতে ৫৭ হাজার ৭৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে মুম্বাইয়ে শনাক্ত হয়েছে ১১ হাজার ১৬৩ জন।

ভারতজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (৪ এপ্রিল) সামগ্রিক পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের একটি পর্যালোচনা বৈঠক করেছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাসভুয়া তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা! সব খবর...
বিজ্ঞাপন