বিজ্ঞাপন

স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ৯০ জনকে জরিমানা

April 7, 2021 | 12:36 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিরাজগঞ্জ: দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে না চলায় সিরাজগঞ্জে ৯০ জনকে বিভিন্ন পরিমাণে প্রায় অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বুধবার (৭ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোট ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে মাস্ক পরিহিত না থাকা, করোনার নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হয়ে জটলা পাকানোসহ বিভিন্ন অভিযোগে ৭১টি মামলা দায়ের হয়েছে।

মাসুদুর রহমান আরও জানান, এসব মামলায় ৯০ জনকে বিভিন্ন পরিমাণে মোট ১৭ হাজার ৭৮০ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে অর্ধলাখ টাকা জমিমানা আদায় করা হয়। তবে তাৎক্ষণিকভাবে টাকার মোট সংখ্যাটা জানাতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন