বিজ্ঞাপন

সব আদালত ভার্চুয়ালি খুলে দেওয়ার আহবান জয়নুল আবেদীনের

April 7, 2021 | 5:11 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সুপ্রিম কোর্টসহ সব আদালত ভার্চুয়ালি খুলে দিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক তিনবারের সভাপতি জয়নুল আবেদীন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ এপ্রিল) ভার্চুয়ালি প্রধান বিচারপতির প্রতি তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় সুপ্রিম কোর্টের কয়েকটি বেঞ্চ ও সারাদেশের বিচারিক আদালতগুলোতে একজন করে ম্যাজিস্ট্রেট বসে বিচারিক কার্যক্রম পরিচালনা করলে মামলা জট বাড়বে। সমস্যায় পড়বেন আইনজীবী ও মক্কেলরা। বিশেষ করে যাদের মামলা অনেক বছর হলো বিচারাধীন। এমননিতেই দেশে প্রায় ৩৭ লাখ মামলার জট। সীমিত পরিসরে কোর্ট খোলা রাখলে মামলা জট আরও বাড়বে। এজন্য করোনা পরিস্থিতি মোকাবিলায় সীমিত না রেখে ভার্চুয়ালি সব আদালত খুলে দেওয়া হোক।’

সিনিয়র এই আইনজীবী আরও বলেন, ‘সুপ্রিম কোর্টসহ দেশে প্রায় ৬০ হাজার আইনজীবী এ পেশায় নিয়োজিত। তাদের রয়েছে চেম্বার, জুনিয়র ক্লার্কসহ অনেক স্টাফ। করোনায় কোর্ট বন্ধ থাকলে এদের পরিবারে নেমে আসবে আর্থিক দৈন্য। তাই স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়ালি দেশের সুপ্রিম কোর্টসহ সকল আদালত খুলে দিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানাচ্ছি। আশা করছি আমার আহ্বান বিবেচনা করবেন প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন