বিজ্ঞাপন

হাসপাতালে ভর্তি ‘মিষ্টি নায়িকা’ কবরী

April 7, 2021 | 6:58 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলা চলচ্চিত্রের মিষ্টি নায়িকা কবরীকে। গত ৫ এপ্রিল তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত। সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি জানান, চলতি সপ্তাহের শুরুর দিকে কবরীর জ্বর আসে। শরীরে ব্যাথাও ছিল। এরপর তিনি করোনার পরীক্ষা করান। তাতে ফল পজেটিভ আসে। সোমবার (৫ এপ্রিল) তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নূর উদ্দিন বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বলেন, ‘এই মুহুর্তে তাকে কেবিনে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তাররা ওনার সিটি স্ক্যান করতে দিয়েছেন। এখনও রেজাল্ট আসেনি।’

১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ ছবির মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। উপহার দিয়েছেন ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী চলচ্চিত্র।

বিজ্ঞাপন

তিনি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা করেছেন। তার পরিচালিত প্রথম ছবির নাম ‘আয়না’।

সম্প্রতি তিনি পরিচালনা করেছেন তার দ্বিতীয় ছবি ‘এই তুমি সেই তুমি’। ছবিটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন