বিজ্ঞাপন

চট্টগ্রামে এক বছরে করোনায় প্রাণ গেল ৪০০ জনের

April 7, 2021 | 7:23 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চার জনসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৩ হাজার জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে মধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান।

সিভিল সার্জনের কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করে আরও ৪১৪ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে নগরীর ৩৭৩ জন এবং বিভিন্ন উপজেলার ৪১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭১৫ জনে।

গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে। মারা যাওয়া চারজনের মধ্যে দুজন মহানগরী এবং বাকি দুইজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তবে মঙ্গলবার চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতাল থেকে দেওয়া প্রতিবেদনে চারজনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল যা সিভিল সার্জনের গতকালের (মঙ্গলবার) প্রতিবেদনে আসেনি।

বিজ্ঞাপন

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ৯ এপ্রিল মারা যান করোনায় আক্রান্ত একজন।

সারাবাংলা/আরডি/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন