বিজ্ঞাপন

চিকিৎসকের কাছে রোগী নয়, চিকিৎসক যাচ্ছেন রোগীর কাছে

April 8, 2021 | 7:38 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

শরীয়তপুর: জেলার নড়িয়া ও সখিপুর থানায় চালু হয়েছে ভ্রাম্যমাণ মেডিকেল সেবা। চিকিৎসকের কাছে রোগী নয়, রোগীর কাছে চিকিৎসক—এমন প্রতিপাদ্যকে সামনে রেখে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকে স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের উদ্যোগে এই মেডিকেল সেবা চালু হয়েছে।

আয়োজকরা জানান, প্রথমদিনই প্রায় ২ শতাধিক মানুষকে দেওয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ। পর্যায়ক্রমে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই উপজেলার প্রতিটি ইউনিয়েনে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে। ২ জন চিকিৎসক ও ৬ জন স্বাস্থ্যকর্মী চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করবেন।

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, করোনাকালে হাসপাতালে সংক্রমণ ঝুঁকি ও রোগীর চাপ বেশি থাকায় স্থানীয়দের সাধারণ চিকিৎসাসেবা দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ির পাশে চিকিৎসাসেবা পাওয়ায় উপকৃত হচ্ছেন স্থানীয়রা। এতে করে করোনা সংক্রমণ ঝুঁকিও অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন