বিজ্ঞাপন

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

April 9, 2021 | 5:20 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহমুদুল হাসান রোহিত (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে শেখ মারজান (১৯) নামের আরেক যুবক আহত হন।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোহিতকে বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মাসুদ রানা জানান, পোস্তগোলা মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ রাস্তায় তাদের দু’জনকে পড়ে থাকতে দেখেন। পরে রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। কোনো যানবাহন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে কিনা অথবা নিজেরাই মোটরসাইকেল নিয়ে পরে গিয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

নিহত রোহিতের বড় ভাই মাজহারুল হাসান রাজু হাসপাতালে সাংবাদিকদের জানান, তাদের বাসা দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে। তার বাবার নাম অহিদুর রহমান। তিন ভাই এক বোনের মধ্যে সবার ছোট রোহিত গুলিস্তানে একটি গেঞ্জির দোকানের চাকরি করতো। জুম্মার নামাজের পর বন্ধু মারজানের মোটরসাইকেল করে ঘুরতে বের হয়েছিল দু’জন। এরপর এই দুর্ঘটনার খবর শুনতে পান।

বিজ্ঞাপন

আহত মারজানের ভগ্নিপতি সাজ্জাদ হোসেন জানান, মারজান পরিবারের সাথে শহীদ ফারুক রোডে থাকে। ফার্মগেটের পলিটেকনিকে আর্কিটেকচারের প্রথম বর্ষের ছাত্র সে। পাশাপাশি ব্যবসা করতোও।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিতের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আর মারজানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও গুরুতর। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন