বিজ্ঞাপন

প্রিন্স ফিলিপের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

April 9, 2021 | 9:56 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতি অঙ্গনের বিশিষ্টজনরা শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার প্রয়াত প্রিন্স ফিলিপের আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তার মৃত্যুতে  গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও।

বিজ্ঞাপন

এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘ডিউক অফ এডিনবার্গ নামে পরিচিত ‘প্রিন্স ফিলিপ’ ৬৯ বছরের রাজত্বকালে রানীর পাশে থেকে একনিষ্ঠ সমর্থন জুগিয়েছেন, যা ব্রিটিশ ইতিহাসে দীর্ঘতম সময়।’

তিনি আরও বলেন, ‘তরুণদের উন্নতি ও বিকাশের বিষয়ে প্রিন্স ফিলিপ চালু করেছিলেন ডিউক অফ এডিনবারা অ্যাওয়ার্ড। সারাবিশ্বে প্রতিবন্ধীদের উৎসাহিত করা ছাড়াও পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং খেলাধুলার প্রতি তার ছিল অদম্য উৎসাহ। প্রিন্স ফিলিপ শুধু যুক্তরাজ্য নয়,কমনওয়েলথভুক্ত দেশ ছাড়িয়ে বিশ্বের মানুষের ভালবাসা অর্জন করেছেন।’

এ ছাড়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ( জি এম কাদের)। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিজ্ঞাপন

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘ডিউক অব এডিনবার্গ’ খেতাবধারী প্রিন্স ফিলিপ মানব সেবায় নিয়োজিত ছিলেন। তিনি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সেবামূলক কাজে আজীবন উৎসাহ ও সহায়তা করেছেন।’

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ-এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও।

সারাবাংলা/এএইচএইচ/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন