বিজ্ঞাপন

উগ্রবাদীদের আশ্রয় ও মদত দিচ্ছে গ্রিস: অভিযোগ তুরস্কের

April 10, 2021 | 9:38 pm

আন্তর্জাতিক ডেস্ক

গ্রিসের বিরুদ্ধে উগ্রবাদী গোষ্ঠীকে মদত দেওয়ার অভিযোগ তুলেছে তুরস্ক। আল আরাবিয়া টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, তুরস্ক অভিযোগ করছে— কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিসহ কিছু উগ্রবাদী সংগঠনকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে গ্রিস। তবে গ্রিস এমন অভিযোগ অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের প্রধান ফাহরেতিন আলতুন টুইটারে এক ভিডিওবার্তায় বলেন, তুরস্কের শরণার্থী শিবিরে কিছু চরমপন্থি আশ্রয় নিয়েছে। এসব জঙ্গি তুরস্কে আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা করছে।

তিন মিনিটের ওই ভিডিওতে তিনি শরণার্থী শিবির থেকে উগ্রবাদীরা কিভাবে তৎপরতা চালাচ্ছে তা তুলে ধরেন। তিনি উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট- ন্যাটো ও প্রতিবেশী গ্রিসকে উগ্রবাদীদের বিরুদ্ধে তুরস্কের লড়াইয়ে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

এদিকে গ্রিসের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কনস্টান্টিনস ফ্লোরোস এমন অভিযোগ উড়িয়ে দিয়ে জবাবে বলেছেন, তুরস্কের কর্মকাণ্ডে গোটা অঞ্চলজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। গ্রিসের অভিবাসন বিষয় মন্ত্রণালয় এজিয়ান সাগরের উপকূলীয় অঞ্চলে তুরস্কের তৎপরতায় শরণার্থীরা গ্রিসের দিকে ছুটে আসছেন বলে পাল্টা অভিযোগ করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন