বিজ্ঞাপন

খালেদা কোভিড আক্রান্ত, শারীরিক অবস্থা স্থিতিশীল আছে: ফখরুল

April 11, 2021 | 4:56 pm

স্পেশাল করেসপন্ডেন্টও

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

রোববার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এর আগে, স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, শনিবার (১০ এপ্রিল) নমুনা পরীক্ষায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। ল্যাবএইড ও আইসিডিডিআর,বি’তে তার নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন- খালেদার করোনা সংক্রমণ: সংবাদ সম্মেলনে আসছেন ফখরুল

বিজ্ঞাপন

তবে ওই সময় বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বলা হয়, নিয়মিত চিকিৎসা ছাড়া খালেদা জিয়ার আর কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।

ফলে খালেদা জিয়ার করোনা শনাক্তের বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এই ধোঁয়াশা কাটাতেই জরুরি সংবাদ সম্মেলন ডাকেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোভিড-১৯-এ আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা স্ট্যাবল (স্থিতিশীল) আছে। আমি দলের নেতাকর্মী-সমর্থকদের বলব, তারা যার যার জায়গা থেকে যেন দেশনেত্রী জন্য দোয়া করেন। মসজিদ বা প্রার্থনালয়ে তার জন্য দোয়া করার সময় সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন।’

বিজ্ঞাপন

আরও পড়ুন- খালেদা জিয়া করোনায় আক্রান্ত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। গতকাল আইসিডিডিআর,বি’তে তার নমুনা পরীক্ষা করা হয়েছে। আমরা আজকে যেটা পেয়েছি, সেই টেস্ট রিপোর্টটা পজিটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। প্রফেসর ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন তাদের তত্ত্বাবধানে এরই মধ্যে চিকিৎসা শুরু হয়েছে। তিনি এখন স্ট্যাবল আছেন, ভালো আছেন।’

‘তার কোনো টেম্পারেচার নেই, অন্য কোনো উপসর্গও নেই। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন, তারা দেশবরণ্যে চিকিৎসক। তিনি তাদের তত্ত্বাবধানে আছেন এবং ভালো আছেন। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ যদি কোনো প্রয়োজন হয়, তখন সেভাবেই ফারদার টিট্রমেন্টের ব্যবস্থা নেওয়া হবে,’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি যে এই ব্যধি এখন যেভাবে সারাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে, সেই পরিপ্রেক্ষিতে দেশবাসীকে আমরা আহ্বান জানাব— দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আহ্বান জানিয়েছেন যে তার জন্য, তার মুক্তির জন্য সবাই যেন দোয়া করেন। বিশেষ করে আমাদের দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে, তারা দেশনেত্রীর রোগমুক্তির জন্য পরম করুণাময় আল্লাহতা’য়ালার কাছে দোয়া চাইবেন এবং সমস্ত স্বাস্থ্যবিধি মেনে তারা যেন দোয়া করেন।’

বিজ্ঞাপন

খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমাসহ অন্যদের সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ওখানে যারা আছেন, তাদের সম্পর্কে আমি বলতে পারব না। আমরা কেবল উনারটাই জেনেছি, যেটি আমি সুনিশ্চিতভাবে বলেছি।’

খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুন বলেছেন যে, টেস্ট করা হয়নি— এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি হয়তো জানতেন না। এই বিষয়ে আমি বলতে পারব না। এটা উনার কাছে জানতে চান। আই ক্যান নট গিভ হিজ অ্যানসার। আমার যেটা দায়িত্ব আপনাদের জানানোর, সেটা আমি জানিয়েছি।’

সারাবাংলা/এজেড/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন