বিজ্ঞাপন

লকডাউনে শ্রমিকদের প্রতি মানবিক আচরণ করার দাবি

April 11, 2021 | 10:21 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মহামারির নতুন ঢেউ মোকাবিলায় আসন্ন সর্বাত্মক লকডাউনে শ্রমিকদের প্রতি মানবিক আচরণ করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। রোববার (১১ এপ্রিল) সংগঠনের সভাপতি শ্রমিক নেতা মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক জলি তালুকদার এক বিবৃতিতে এই দাবি জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে নেতারা বলেন, ‘সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধির প্রেক্ষিতে সরকার আগামী ১৪ এপ্রিল ২০২১ থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। এর প্রেক্ষিতে পোশাক শিল্পের মালিকপক্ষের দাবিতে কারখানা খোলা রাখা হচ্ছে।’

সরকার এবং মালিকদের প্রতি দাবি জানিয়ে তারা বলেন, ‘কারখানার শ্রমিকরা অর্থনীতির মূল চালিকা শক্তি হলেও তাদের নিরাপত্তা সবসময় উপেক্ষা করা হয়েছে। এই আশঙ্কাজনক পরিস্থিতিতে দেশের সব নাগরিকের প্রতি সমান আচরণ করতে হবে।’ লকডাউনে কারখানা বন্ধ রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধ করা দাবিও জানান তারা।

গতবছর সাধারণ ছুটির সময়ে শ্রমিকদের বেতন কাটা হয়েছে, তাদের বোনাস থেকে বঞ্চিত করা হয়েছে। এবারও একই অবস্থা তৈরি হলে শ্রমিকরা নিশ্চুপ থাকবে না। যার পরিণতির দায় সরকার ও মালিকপক্ষকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন