বিজ্ঞাপন

পিছিয়ে পড়া ইউনাইটেডের দারুণ জয়

April 12, 2021 | 9:43 am

স্পোর্টস ডেস্ক

প্রথমে পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমার্ধের পুরোটা সময়ই ভুগল। তবে ফ্রেড, এডিনসন কাভানিরা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ালেন দুর্দান্তভাবে। দ্বিতীয়ার্ধে তিন গোল আদায় করে নিয়ে প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহামকে ৩-১ ব্যবধানে হারিয়েছে উলে গুনার সুলশােরের দল।

বিজ্ঞাপন

এ নিয়ে লিগে প্রতিপক্ষের মাঠে টানা ২৩ ম্যাচ অপরাজিত রইলো ইউনাইটেড। চলতি লিগে টটেনহামের বিপক্ষে প্রথম দেখায় নিজেদের মাঠে ৬-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল গুল্ড ট্রাফোর্ডের দলটি। ম্যাচের প্রথম দিকে মনে হচ্ছিল আজকের চিত্রনাট্যও বুঝি সেভাবেই লেখা!

রোববার (১১ এপ্রিল) টটেনহামের মাঠে প্রথমার্ধে এলোমেলো ফুটবল খেলেছে ইউনাইটেড। এর মধ্যে ম্যাচের ৪০ মিনিটে টটেনহামকে এগিয়ে নেন সন হিউং-মিন। লুকাস মউরার ক্রস ধরে নিচু শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড।

১-০ তে পিছিয়ে থাকা দলকে বিরতির সময় উলে গুনার সুলশাের কী মন্ত্র দিলেন কে জানে! দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দেখা গেল অন্য এক ইউনাইটেড। টটেনহামকে দ্বিতীয়ার্ধে পাত্তাই দেয়নি দলটি। ৫৭ মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। এডিনসন কাভানির শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে সহজেই বল জালে জড়িয়ে দেন ফ্রেড।

বিজ্ঞাপন

৭৩ মিনিটে টটেনহামের হ্যারি কেইনকে গোলবঞ্চিত করেছেন ইউনাইটেড গোলরক্ষক। এর ছয় মিনিট পর এগিয়ে যায় ইউনাইটেড। বদলি নামা গ্রিনউডের ক্রসে ড্রাইভিং হেডে বল জালে জড়িয়ে দেন কাভানি। যোগ করা সময়ের শেষ মুহূর্তে পল পগবার পাস পেয়ে গ্রিনউড নিজেই গোল করলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইউনাইটেড।

দিনে লিগের অপর ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান দুই নম্বরেই। ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট দলটির। অপর দিকে টেবিলের নয় নম্বরে থাকা আর্সেনালের পয়েন্ট ৩১ ম্যাচে ৪৫।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন