বিজ্ঞাপন

আমাকে গুম করার চেষ্টা হচ্ছে: নুর

April 12, 2021 | 4:36 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর অভিযোগ করেছেন, সরকার তাকে গুম করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির (ভারতের প্রধানমন্ত্রী) আগমন ইস্যুতে বিক্ষোভ থেকে অনেককে আটক করা হয়েছে। সবাই সাধারণ মানুষ। ছোটখাটো চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। অনেকে ছিলেন শিক্ষার্থী। তাদেরও ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমাকেও গুম করার চেষ্টা করা হয়েছে। কেন এই আচরণ? আমাকে হুমকি দেওয়া হচ্ছে রাজনীতি ছেড়ে দিতে। এ দেশে রাজনীতি করা কি পাপ? নাকি জন্ম নেওয়াই পাপ?’

সোমবার (১২ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নুর। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সংবাদ সম্মেলনে নুরুল হক নুর বলেন, বলেন, ‘যেদিন আমাকে গুম করার অপচেষ্টা করা হয়েছিল, সেদিন আটক হয় মার্কেটিংয়ে চাকরি করে একটা ছেলে। সে আমার লাইভ দেখে সেখানে গিয়েছিল, সেই ছেলেটিও এখন কারাগারে। এরকম অসংখ্য নিরীহ নিরপরাধ মানুষকে শুধু একটা কারণে মামলা দেওয়া হয়েছে। কারণ তারা মোদিবিরোধী প্রতিবাদ করেছিল এবং পরবর্তীতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল।’

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের সাবেক এই শিক্ষার্থী বলেন, ‘তারা আমাকে বিভিন্ন রকমের হুমকি দেয়। একবার বলেছে, খালেদা জিয়ার মতো নেতাকে জেলে নিয়ে পুরলে, তোমার মতো নুরুকে খাইতে ১০ সেকেন্ড সময়ও লাগবে না। রাজনীতি করতে এসে পাপ করে ফেললাম মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পরিষদের কর্মীরা কোনো অপরাধের সঙ্গে জড়িত না। সহিংসতা এড়াতে আমরা সেদিন কর্মসূচি দিয়েছিলাম পল্টনে। আমরা যখন জানতে পারলাম সেখানে ছাত্রলীগ-যুবলীগ সশস্ত্র অবস্থান নিয়েছে, আমরা তখন নাইটিঙ্গেল মোড় থেকে মিছিল শুরু করি। আমাদের ইচ্ছা ছিল একটা শান্তিপূর্ণ প্রতিবাদ করা কিন্তু সরকার কারও কথা শুনছে না, কারও মতামত নিচ্ছে না। এ কারণেই আজ দেশে এ অবস্থা।’

নুর বলেন, ‘আজ তারা প্রতিপক্ষকে কখনও জঙ্গি হিসেবে তুলে ধরছে, উগ্রবাদী হিসেবে তুলে ধরছে। সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও ধরে ধরে ছেলেগুলোর নামে মামলা দেওয়া হয়েছে। যতবারই আমরা নমনীয় হতে চেষ্টা করেছি, সহিংসতা এড়াতে চেষ্টা করেছি, বারবারই আমরা রক্ষা পাইনি। অনেকের বাড়িতে বাড়িতে গিয়ে ছেলের বাবা-মাকে হুমকি দিচ্ছে, এর চেয়ে লজ্জার আর কী হতে পারে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ দুর্বৃত্তদের দখলে চলে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব অতীত ভুলে যান। সবাইকে রাজনীতি করার, মিছিল মিটিং করার সাংবিধানিক অধিকার নিশ্চিত করেন। এটি আপনার প্রতি অনুরোধ।’

সারাবাংলা/টিএস/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন