বিজ্ঞাপন

বাবা কিনে দেয়নি, চুরি করে শখ মেটাল ছেলে

April 12, 2021 | 8:33 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে চুরির কয়েক ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছাপাখানার নিম্ন আয়ের কর্মচারী বাবা মোটরসাইকেল কিনে দিয়ে শখপূরণ করতে না পারায় চুরির পথ বেছে নিয়েছিল ওই ‍তরুণ।

বিজ্ঞাপন

রোববার (১১ এপ্রিল) রাতে নগরীর টাইগারপাস এলাকা থেকে মোটরসাইকেলসহ ওই তরুণকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার জিয়া উদ্দিন শুভ (১৯) নগরীর কোতোয়ালী থানার জামালখান বাই লেইনের শরীফ কলোনির বাসিন্দা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আবু মুসা রোববার সন্ধ্যায় থানায় গিয়ে অভিযোগ করেন- বিকেল তিনি সহকর্মীর মোটরসাইকেল নিয়ে নগরীর চেরাগী পাহাড় মোড়ে ফুল কিনতে যান। রাস্তায় মোটরসাইকেল রেখে তিনি দোকানে ঢোকেন। ১০ মিনিট পর বের হয়ে দেখেন, সেটি নেই। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত অভিযান ‍শুরু করে। ঘণ্টাখানেকের মধ্যেই টাইগারপাস থেকে শুভকে ওই মোটর সাইকেলসহ আটক করা হয়।

বিজ্ঞাপন

ওসি নেজাম উদ্দিন বলেন, ‘শুভর বাবা আন্দরকিল্লায় প্রেসে চাকরি করেন। শুভ নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। কয়েকদিন আগে সে তার বাবার কাছে মোটর সাইকেল কেনার আব্দার করে। কিন্তু বাবা সেই আব্দার রক্ষা না করায় চুরির পথ বেছে নেয়। বাসার কাছে রাস্তায় মোটর সাইকেলটি দেখে তার পছন্দ হয়। এরপর শুভ সেটি চুরি করে।’

সারাবাংলা/আরডি/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন