বিজ্ঞাপন

কার্টুন দিয়ে অক্ষয়ের বাড়ি ফেরার খবর জানালেন টুইঙ্কল

April 12, 2021 | 9:07 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার। রোববার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছিলেন অভিনেতা নিজেই। এর পরদিনই ভর্তি হয়েছিলেন হাসপাতালে। লিখেছেন, ‘সুস্থই আছি। তবে চিকিৎসকদের পরামর্শ মতো আমি হাসপাতালে ভর্তি হয়েছি। খুব তাড়াতাড়ি বাড়ি ফেরার আশা রাখছি।’ হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পর বাড়ি ফিরলেন তিনি। আর তার এই বাড়ি ফেরার খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী অক্ষয়ের কার্টুন পোস্ট করে জানালেন অক্ষয়-পত্নী টুইঙ্কল খান্না।

বিজ্ঞাপন

তবে হাসপাতাল থেকে ফিরলেও অক্ষয় করোনামুক্ত কিনা, সেই সম্পর্কে নির্দিষ্ট কিছু জানা যায়নি। শুধু ক্যাপশনে টুইঙ্কল লিখেছেন, ‘সুস্থ আর সবল। ওকে পাশে পেয়ে ভাল লাগছে। অল ইজ ওয়েল।’

অক্ষয়ের বাড়ি ফেরার খবর জানিয়ে টুইঙ্কলের পোস্ট

অক্ষয়ের বাড়ি ফেরার খবর জানিয়ে টুইঙ্কলের পোস্ট

এর আগে, রোববার (৪ এপ্রিল) টুইট করে কোভিড আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন অক্ষয়। লিখেছিলেন, ‘সকলকে জানাতে চাই, আজ সকালে আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। সমস্ত প্রোটোকলের সঙ্গেই নিজেই আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি হোম কোয়ারেন্টাইনে রয়েছি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। আমার একান্ত অনুরোধ, যারা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন, তারা যেন নিজেদের টেস্ট করিয়ে নেন ও সাবধানে থাকেন। অ্যাকশনে ফিরে আসব শীঘ্রই।’

কোভিড আক্রান্তের খবর জানিয়ে অক্ষয়ের পোস্ট

কোভিড আক্রান্তের খবর জানিয়ে অক্ষয়ের পোস্ট

এর পরদিনই (৫ এপ্রিল) সকলকে অবাক করে হাসপাতালে ভর্তি হওয়ার কথাও জানান বলিউডের ‘ফিটেস্ট স্টার’। তার ঠিক এক সপ্তাহ পর টুইঙ্কল জানালেন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাসভুয়া তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা! সব খবর...
বিজ্ঞাপন