বিজ্ঞাপন

নিউইয়র্কে ভ্যাকসিন নিলেন ৫২৮ বাংলাদেশি

April 13, 2021 | 9:21 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক, নিউইয়র্ক সিটি হেল্থ + হসপিটালস্ এবং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় চারদিনে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে। এই কর্মসূচিতে ৫২৮ জন প্রবাসীকে ‘জনসন এন্ড জনসন’ এর সিঙ্গেল ডোজ ভ্যাকসিন দেওয়া হয়।

বিজ্ঞাপন

নিউইয়র্কের কনস্যুলেট জেনারেল অফিস থেকে সোমবার (১২ এপ্রিল) রাতে জানানো হয়, ৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত চারদিনব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কর্মসূচিতে ‘জনসন এন্ড জনসন’ এর সিঙ্গেল ডোজ টিকা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রদান করা হয়। এ কর্মসূচিতে ৫২৮ জন বাংলাদেশি/বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি সদস্যকে টিকা দেওয়া হয়।

স্বেচ্ছায় টিকাদান কর্মসূচি কমিউনিটির সকলের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং কমিউনিটির উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। এ কর্মসূচির সহযোগী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/এএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন