বিজ্ঞাপন

এবার ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণা দিলো ইরান

April 14, 2021 | 12:20 am

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার থেকে ইরান ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। এর আগে ইরান ২০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করত।

বিজ্ঞাপন

গত রোববার ইরানের অন্যতম পরমাণু স্থাপনা নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইসরাইলি নাশকতার অভিযোগ আনে তেহরান। এর একদিন পরই সোমবার পরমাণু সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর ঘোষণা দিলো দেশটি।

সাইয়্যেদ আব্বাস আরাকচি বর্তমানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থান করছেন। সেখানে ২০১৫ সালের পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার ব্যাপারে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ইরানের প্রেস টিভিকে আব্বাস আরাকচি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) জানানো হয়েছে, ইরান এখন থেকে ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা করছে।

ইরান এতদিন ২০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করত। এবার ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অর্থ হলো—পারমানবিক অস্ত্র তৈরির দিকেই যাচ্ছে দেশটি। পারমানবিক অস্ত্র তৈরিতে ৯০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রয়োজন হয়।

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে, ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি পার্লামেন্টে দেওয়া এক ভাষণে শীঘ্রই ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেন। তার ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, আমরা পরমাণু অস্ত্র বানানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছি না, যদি আমরা অস্ত্র বানাতে চাই তবে কেউ আমাদের রুখতেও পারবে না।

আরও পড়ুন- ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না: নেতানিয়াহু

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন