বিজ্ঞাপন

আমার বক্তব্য বিকৃত করা হয়েছে: মির্জা আব্বাস

April 18, 2021 | 7:15 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দলের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুম হওয়া সম্পর্কে যে বক্তব্য গতকাল (শনিবার, ১৭ এপ্রিল) ভার্চুয়াল আলোচনা সভায় দিয়েছিলেন, বিভিন্ন গণমাধ্যমে তা বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিজ্ঞাপন

রোববার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, ‘একটি পত্রিকায় ছাপা হয়েছে- ইলিয়াস আলী গুমের জন্য বিএনপির কিছু নেতা দায়ী। এই কথা কী আমি বলেছি- কেউ কী প্রমাণ করতে পারবে। অসম্ভব, সম্ভব নয়। আমি স্পষ্ট করে বলতে চাই- আমার কথা বিকৃত করা হয়েছে।’

‘পত্রিকায় এসেছে- সরকার বা আওয়ামী লীগ ইলিয়াসকে গুম করে নাই্- এই কথাও আমি বলি নাই। আমার বক্তব্যকে বিকৃত করে পেচিয়ে লেখা হয়েছে, টুইস্ট করা হয়েছে। বিএনপির নেতারাই ইলিয়াস আলীকে গুম করেছে—বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য হয়ে আমার পক্ষে এমন বক্তব্য দেওয়া সম্ভব? অর্থাৎ নিজের মাথায় নিজের বোমা ফাটানো-এটা সম্ভব না। এখানেও টুইয়িস্ট করা হয়েছে’— বলেন মির্জা আব্বাস।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি পরিস্কারে করে একটা কথা বলতে চাই, আমার সহজ-সরল পরিস্কার মনের সরল উক্তিগুলোকে বিকৃত করে আমাদের সাংবাদিক ভাইয়েরা যার যেখান দিয়ে প্রয়োজন কেটে-ছিঁড়ে, পোস্টমর্টেম করে, কাটপিছ করে ইচ্ছামতো লাগিয়ে দিয়েছে। কী কারণে করা হয়েছে তা আমি জানি না।’

মির্জা আব্বাস বলেন, ‘আজ সকালে ইলিয়াস আলীর বাসায় গেছে একদল সাংবাদিক। তার স্ত্রীকে গিয়ে রীতিমতো চার্জ করেছে, বিভিন্ন প্রশ্ন করে হেনস্তা করার চেষ্টা করা হয়েছে। এটাই বা কেন? কী এমন ঘটনা ঘটলো যে, হঠাৎ করে এই বিষয়টা নিয়ে এতো মাথা ঘামাতে হবে?’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘গত ৯টি বছর ইলিয়াস গুম হওয়ার পরে কোনো পত্র-পত্রিকায় একটি দিবস পালন করে নাই। সেই ইলিয়াস আলীর জন্য আজকে কেন সাংবাদিকদের মাথা খারাপ হয়ে গেল? আমি কোনো সাংবাদিককে দোষারোপ করছি না। দয়া করে সত্য বক্তব্যটা যদি তুলে ধরতেন তাহলে ভালো হতো। আমি এমন কোনো কথা বলি নাই যার জন্য জাতির কাছে, দেশের কাছে, বিএনপির কাছে কিংবা আমার নেতাকর্মীর কাছে আমাকে বিব্রত হতে হবে। আমার বক্তব্য গতকাল যারা শুনেছেন তারা হয়ত বুঝে উঠতে পারেন নাই। আমি দুঃখিত যে, আমি বোঝাতে পারি নাই।’

বিজ্ঞাপন

‘আমি আবারও বলছি যে, আমার গতকালের বক্তব্যের কাটপিছকে তুলে ধরে সামনের অংশ, পিছনের অংশ বাদ দিয়ে মাঝখান থেকে যার যেখানে যতটুকু প্রয়োজন নিয়ে মনের মাধুরী দিয়ে বিস্তারিত লিখেছেন। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। এর সঙ্গে আমার দল এবং আমি কোনো দায়-দায়িত্ব বহন করি না। যারা বলছেন, যারা লিখেছেন তার জন্য তারাই দায়িত্ব বহন করবেন’— বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘আমি যা বলেছি আমার সংগঠনের ভালোর জন্য বলেছি। আমি কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য বলি নাই। আমি যা বলেছি, ইলিয়াসকে স্মরণ করে বলেছি, ইলিয়াস আমাদের মধ্যে ছিলেন, আমাদের মাঝে আসবেন–সেই কথা স্মরণ করে আমি বলেছি। দয়া করে আর টুইস্ট করবেন না। আমাকে কেনো এই সরকার বা কিছু সাংবাদিকের টার্গেট করার প্রয়োজন হলো আমি তা বুঝতে পারছি না। এতো লোক থাকতে ইলিয়াসকে নিয়ে আমাকে টার্গেট করা-এই লক্ষণটা কিন্তু ভালো না, আমি এটাকে অশুভ লক্ষণ বলে মনে করি।’

’সরকার ইলিয়াসকে গুম করেনি’— আগের দিন দেওয়া এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘‘আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়ে কেন বলব যে, আমি জানি সরকার জড়িত নয়। আমি কটাক্ষ করে বলেছি। ইট মিনস সরকারই বলুক ইলিয়াস আলী কোথায় আছে? সরকারকেই জবাব দিতে হবে। এই সরকারের সময়ে একজন জলজ্যান্ত ইলিয়াস, একজন তরতাজা ইলিয়াস, সত্যভাষী একজন ইলিয়াস গুম হয়ে যাবে? সরকার জানে না। তাহলে কে করলো গুম? আমি এটা বলতে চেয়েছি।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কি বের করতে পেরেছেন সাগর-রুনি হত্যাকাণ্ড কারা করল? পারেন নাই। কারা করেছে বলতে পারবেন আ্পনারা? ইলিয়াস গুম হয়েছে, সালাহউদ্দিন আহমেদকে পাচার করা হয়েছে, চৌধুরী আলমকে গুম করা হয়েছে। এরকম আরও হাজার হাজার নেতাকর্মী গুম করা হয়েছে। কে করল? তারা হাওয়া হয়ে গেল?’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কাইয়ুম চৌধুরী প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসএসএ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন