বিজ্ঞাপন

মনমোহন সিং করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

April 19, 2021 | 8:13 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৯ এপ্রিল) তার জ্বর অনুভূত হওয়ায় করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এতে ফলাফল পজিটিভ আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ওইদিন বিকেল ৫টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। উল্লেখ্য, মনমোহন সিংয়ের বয়স ৮৮ বছর।

এর আগে মনমোহন সিং করোনাভাইরাসের দু’টি ভ্যাকসিন ডোজ গ্রহণ করেছিলেন। প্রথম ডোজ ৪ মার্চ ও দ্বিতীয় ডোজ ৩ এপ্রিল নিয়েছিলেন তিনি।

ভারতের বিভিন্ন দলের রাজনীতিবিদরা ইতিমধ্যে তার সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে বার্তা পোস্ট করছেন।

বিজ্ঞাপন

কংগ্রেস নেতা মনমোহন সিং ২২ মে ২০০৪ সাল থেকে ২৬ মে ২০১৪ পর্যন্ত ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/আইই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন