বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার সাবমেরিন জাহাজ হারিয়ে গেছে

April 21, 2021 | 5:29 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়া নৌবাহিনীর একটি সাবমেরিন জাহাজ হারিয়ে গেছে। জাহাজটির সন্ধান পাওয়ার জন্য বালি দ্বীপের উত্তরে সমুদ্র অঞ্চলে খোঁজ চালাচ্ছে দেশটির নৌবাহিনী।

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, সাবমেরিনটিতে ৫৩ জন ক্রু ছিলেন। হারিয়ে যাওয়া জাহাজের নাম কেআরআই নানগালা-৪০২ জাহাজ। সেনাবাহিনীর কর্মকর্তারা অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের কাছে সাবমেরিনটি খুঁজে পেতে সাহায্য চেয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বালি দ্বীপ সমুদ্র সৈকত থেকে ৯৬ কিলোমিটার দূরে সমুদ্রে সাবমেরিনটি হারিয়ে গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। সাবমেরিন জাহাজটি ওই অঞ্চলে এক প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন