বিজ্ঞাপন

পাকিস্তানে বোমা বিস্ফোরণ, লক্ষ্য চীনের রাষ্ট্রদূত

April 22, 2021 | 2:33 pm

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা নামক শহরে একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১২ জন।

বিজ্ঞাপন

বেলুচিস্তান সফরের সময় ওই হোটেলে চীনের রাষ্ট্রদূত অবস্থান করছিলেন। যদিও বিস্ফোরণের সময় ঘটনাস্থলে তিনি ছিলেন না। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।

এরইমধ্যে বোমা হামলার দায় স্বীকার করেছে তালেবান। উগ্রবাদী এই সংগঠনটির এক মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, এটি ছিল একটি আত্মঘাতী হামলা। আমাদের হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি ব্যবহার করেছিল। তবে সে সময় চীনের রাষ্ট্রদূত নঙ রঙ নামক এক অনুষ্ঠানে ছিলেন। তাই তিনি হোটেলে ছিলেন না।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সেরেনা হোটেলের পার্কিং এলাকায় একটি বিস্ফোরক ভর্তি গাড়ি বিস্ফোরিত হয়। তবে ঘটনাস্থলে চীনের রাষ্ট্রদূত ছিলেন না

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন