বিজ্ঞাপন

পুঁজিবাজারের সূচক ঊর্ধ্বমুখী, বেড়েছে লেনদেনও

April 22, 2021 | 3:08 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) পুঁজিবাজারে টানা ৮ম দিনের মত সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। দিনশেষে পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখীর পাশাপাশি বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন।

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবার দিনশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৪টি কোম্পানির ২২ কোটি ৯২ লাখ ৯৫ হাজার ৬৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮৮৩ কোটি ২৯ লাখ টাকা। আগের দিন বুধবার (২১ এপ্রিল) ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৭৬ কোটি ৭১ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৫ পয়েন্টে উন্নীত হয়। এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্য ৪ সূচক পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৭ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৪৮ কোম্পানির ৯৬ লাখ ২৪ হাজার ৫৪১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭২৩ পয়েন্টে উন্নীত হয়। এদিন সিএসইতে ৩৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৩৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন