বিজ্ঞাপন

৮ কার্যদিবসে ভার্চুয়াল আদালতে ১৬৭ শিশুর জামিন

April 23, 2021 | 1:59 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা বিধিনিষেধের মধ্যে গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৩২টি জামিন আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এসব আবেদন নিষ্পত্তির মাধ্যমে ১ হাজার ৫৯২ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। একই সময়ে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট ১৬৭টি শিশু জামিন পেয়ে মুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ওই দিন থেকেই ভার্চুয়াল আদালতও কার্যক্রম শুরু করেছে। এরপর গত আট কার্যদিবসে দেশের নিম্ন ও উচ্চ আদালতসহ ট্রাইব্যুনালে বিভিন্ন জামিন আবেদন নিষ্পত্তি হয়েছে।

সাইফুর রহমান বলেন, সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ২৬ হাজার ৮৪৮টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ১৫ হাজার ২১৭ জন হাজতি অভিযুক্ত ব্যক্তিকে জামিন মঞ্জুর করা হয়েছে। তারা সবাই জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া গত আট কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ১৬৭টি শিশুও জামিন পেয়ে মুক্ত হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/কেআইএফ/টিআর

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন