বিজ্ঞাপন

করোনা সংকটে ভারতের পাশে থাকার বার্তা পাকিস্তানের

April 24, 2021 | 10:05 pm

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার একই দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এমন সংকটে ভারতের পাশে থাকার কথা বলেছেন।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে দুই আঞ্চলিক বৈরী দেশের রাষ্ট্রপ্রধানরা এমন বার্তা দিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী তার টুইট বার্তায় বলেন, ‘ভারতের মানুষ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে, আমি তাদের সঙ্গে সংহতী জানাচ্ছি। বিশ্বের সকল শক্তিকে এক হয়ে এক মারণভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হবে’। এছাড়াও গতকাল ও আজ শনিবার পাকিস্তানে টুইটারজুড়ে ছিল ভারতে মহামারি সংকটে পাশে থাকার বার্তা। #IndiaNeedsOxygen #IndianLivesMatter ইত্যাদি হ্যাশট্যাগ সম্বলিত পোস্ট দেশটির ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেন সংকটে মৃত্যু বেড়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন