বিজ্ঞাপন

ভারতকে ৮০ মেট্রিক টন অক্সিজেন দিলো সৌদি আরব

April 25, 2021 | 5:23 pm

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত ভারত। দেশটির এমন সংকটে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন দিয়ে পাশে দাঁড়ালো সৌদি আরব। রোববার (২৫ এপ্রিল) সৌদি আরবে ভারতীয় দূতাবাসের এক টুইটে এ খবর জানা যায়।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে সমন্বয় করে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করছে সৌদি আরব।

উল্লেখ্য, ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন ২ লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। দেশটির কয়েকটি রাজ্যের একাধিক হাসপাতাল অক্সিজেন শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছে। এমন অবস্থায় অতি প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার দেশের বিভিন্ন রাজ্যে জরুরিভিত্তিতে অক্সিজেন সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছেন।

আরও পড়ুন- অক্সিজেন সরবরাহে বাধা দিলে শাস্তি ফাঁসি: দিল্লির আদালত

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন