বিজ্ঞাপন

‘বাঁশখালীর সংঘর্ষে পুলিশের সঙ্গে হেলমেট বাহিনীও ছিল’

April 25, 2021 | 11:25 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বাঁশখালীর গণ্ডামারায় নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষের সময় পুলিশের সঙ্গে হেলমেট বাহিনীও ছিল বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিজ্ঞাপন

রোববার (২৫ এপ্রিল) গণ্ডামারায় হতাহত শ্রমিকদের পরিবারকে সহানুভূতি জানাতে এসে জাফরুল্লাহ সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেছেন। তিনি পুলিশের গুলিতে নিহত বাঁশখালীর পূর্ব বড়ঘোনায় মাহমুদ রেজার (১৯) বাড়িতে যান। সেখানে নিহতের পরিবারের কবর জেয়ারতের পাশাপাশি তার পরিবারকে সমবেদনা জানান।

পরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে জাফরুল্লাহ বলেন, ‘আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। সরকার যখন সবার ‍মুখ বন্ধ রাখতে চায়, সেভাবে পুলিশের মুখও বন্ধ করে দেওয়া হয়েছে। সেজন্য তাদের কাছ থেকে পরিষ্কার কোনো বক্তব্য পাইনি। তবে এটা পরিস্কার হয়েছে যে, তাদের সঙ্গে হেলমেট বাহিনী ছিল। তারা পুলিশের ভেতরেই ছিল। কোনো কারণ ছাড়াই তারা গুলি করেছে। এসব বিষয় আমরা আরও নিবিড়ভাবে বিশ্লেষণ করব।’

‘তবে পুলিশের কাছ থেকে একটা কথা পেয়েছি যে, ম্যাজিস্ট্রেটের হুকুম ছিল। ম্যাজিস্ট্রেটের হুকুম ছাড়া পুলিশ গুলি করতে পারে না। এটার জন্য বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিৎ। বিচারপতিরা যদি তাদের বিবেকের তাড়নায় এখানে এসে বিষয়টি দেখতেন, আমরা খুশি হতাম, তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাতে পারত না।’

বিজ্ঞাপন

সিন্ডিকেটের কারণে শ্রমিকদের জীবন দিতে হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘এখানে এসে আমরা যেটা বুঝেছি, শ্রমিকরা প্রতারিত হয়েছে সিন্ডিকেটের কারণে। যে সিন্ডিকেটের কারণে আমাদের দেশে পেঁয়াজের দাম বাড়ে, চিনির দাম বাড়ে। একই ধরনের একটা মিডলম্যান সিন্ডিকেটের কারণে এখানে ঘটনা ঘটেছে। একটা বিষয় হচ্ছে, যে হাত থেকে টাকা আসে, শ্রমিকরা কখনও সেই হাত ভাঙে না। তারা প্রতারিত হয়েছে। কষ্ট লাগছে, তারা জীবন দিয়েছেন।’

নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে দেওয়ার দাবি করে জাফরুল্লাহ বলেন, ‘তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ, এটা কি? কমপক্ষে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। নিহত যে শ্রমিকের বয়স মাত্র ১৮ বছর, তার তো আরও ৪০ বছর কাজ করার সক্ষমতা থাকতো। বেঁচে থাকলে বহু আয় রোজগার করতো।’

এর আগে তিনি প্রকল্প এলাকায়ও যান। তবে সেখানে তিনি ঢোকেননি। পরে তিনি এলাকার হতদরিদ্র ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

বিজ্ঞাপন

জাফরুল্লাহর সঙ্গে এসময় ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও ইসতিয়াজ আজিজ উলফাত, রাষ্ট্রচিন্তার সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ব্যারিষ্টার সাফিয়া আরমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এবং গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমী ছিলেন।

সারাবাংলা/আরডি/এনএস 

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন