March 25, 2018 | 5:25 pm
সিনিয়র করেসপন্ডেন্ট ঢাকা
ঢাকা: জাতিসংঘের আন্তর্জাতিক গণহত্যা দিবসের বাস্তবতা নেই। পৃথিবীতে ৯ ডিসেম্বর কোনো গণহত্যা হয়নি। তাই ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৫মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে আহ্বান জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।
একাত্তরের ২৫ মার্চ পাক হানাদার বাহিনীর বর্বর নিষ্ঠুরতার কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, এতো বেশী মানুষ হত্যা, নর-নারী, শিশু হত্যা, নারীর সম্ভ্রমহানি আর কোথায় ঘটেনি। কম্বোডিয়ায় দশ বছরে গণহত্যায়ও এতো মানুষ মরেনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে নয় মাসে প্রতিদিন ৬ হাজার করে মানুষকে হত্যা করা হয়েছিল। এক মার্কিন সাংবাদিক এই ২৬০ দিনে প্রতিদিন ৬ হাজার করে মানুষ হত্যার প্রতিবেদন করেছেন। আমরা এটা রিপোর্টে পেয়েছি।
ইদানিংকালে সুদানের দারফুর, রুয়ান্ডার গণহত্যা থেকে শুরু করে বসনিয়ার গণহত্যার উদাহরণ দিয়ে তিনি বলেন, সব হত্যাকাণ্ডের চেয়ে আমাদের এই বাংলাদেশে অগণিত নারী-শিশুদের হত্যা করেছে পাকিস্তানি হানাদার বাহিনী।
আজকে জার্মানীর গণহত্যাকে জাতিসংঘ হলোকাস্ট দিবস হিসেবে পালন করে। জাতিসংঘের সিদ্ধান্ত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস পালন করা হয়। কিন্তু জাতিসংঘের এই আন্তর্জাতিক গণহত্যা দিবসের বাস্তবতা নেই। পৃথিবীর ইতিহাসে ৯ ডিসেম্বর কোনো গণহত্যা হয়নি। তাই আমরা আন্তর্জাতিক গণহত্যা দিবস ৯ ডিসেম্বরের পরিবর্তে ইতিহাসের ভয়াবহ নিষ্ঠুরতম হত্যাকাণ্ড ২৫মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করছি।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা যৌথভাবে পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
সারাবাংলা/এনআর/এমআই