বিজ্ঞাপন

অম্ল মধুর টাইগারদের প্রথম সেশন

May 1, 2021 | 12:39 pm

স্পোর্টস ডেস্ক

শ্রীলংকার ৪৯৩ রানে ইনিংস ঘোষণার পর তৃতীয় দিনের প্রথম সেশনের প্রায় সবটাই দারুণ খেলল বাংলাদেশ। তবে পুরোটা নিজেদের করে নেওয়ার দ্বারপ্রান্তে এসেও ব্যর্থ। তামিমের ঝড়ো অর্ধশতকের পর মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে সাইফ হাসান (২৫) আর নাজমুল হোসেন শান্ত (০) ফিরলে অম্ল মধুর কাটল বাংলাদেশের সেশনটা।

বিজ্ঞাপন

লংকানদের বিপক্ষে দুর্দান্ত সিরিজ কাটছে টাইগার ওপেনার তামিম ইকবালের। সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই ঝড়ো অর্ধশতক তুলে নিয়েছিলেন চট্টলার সন্তান। আর প্রথম টেস্টের সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও দেখা পেলেন অর্ধশতকের। পাল্লেকেলেতে টানা তৃতীয় অর্ধশতক তুলতে তামিম খেলেন মাত্র ৫৭টি বল।

লংকায় তামিমের টানা তৃতীয় অর্ধশতক

ক্যান্ডির পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে লংকানরা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই লংকান বোলারদের ওপর চড়াও তামিম ইকবাল। ঝড়ো প্রথম ইনিংসেই দলকে দুর্দান্ত শুরু এনে দেন দেশসেরা এই ব্যাটার।

বিজ্ঞাপন

ঠিক যখনই মনে হচ্ছিল প্রথম সেশনটা টাইগাররা নিজেদের দখলে রেখেই মধ্যাহ্ন বিরতিতে যাবে। ঠিক তখনই ছন্দ পতন। ইনিংসের ২৬তম ওভারের ৪র্থ বলে জয়াইক্রামার বলে গালিতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাইফ হাসান। ওই সময় টাইগারদের দলীয় রান ৯৬।

তাসকিনের দাপটের পরেও রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা লংকানদের

এরপর উইকেটে আসেন গত টেস্টে শতক হাঁকান নাজমুল হোসেন শান্ত। তবে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও রানের খাতা খোলার আগেই ফিরলেন প্যাভিলিয়নে। ২৭তম ওভারের শেষ বলে মেন্ডিসের বলে ঘূর্ণি বুঝতে না পেরে রক্ষণাত্মক খেলেন শান্ত। আর হালকা এজ হয়ে বল চলে যায় গালিতে থাকা থিরিমান্নের হাতে। এতেই ৯৬ রানে বিনা উইকেট থেকে ৯৯ রানে দুই উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৯ রান। তামিম ইকবাল অপরাজিত আছেন ৯৬ বলে ৭০ রানে।

সারাবাংলা/এসএস

Tags: , , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন