March 25, 2018 | 5:38 pm
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গুলশানের হলি আর্টিজান হামলার পর জঙ্গি-সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ভেঙে গেছে জঙ্গি নেটওয়ার্ক। বাংলাদেশ জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।
রোববার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে ‘ঢাকায় হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের পরিজন সমবেদনা জ্ঞাপন’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে হলি আর্টিজানে নিহত ফারাজ আহমেদ, অবিন্তা কবির, তারিশি জৈন, ইশরাত জাহান আকন্দের পরিবারকে সমবেদনা স্মারক প্রদান করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশান হামলার পর সারা দেশে আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গি অভিযান পরিচালনা করেছে। হলি আর্টিজানের মতো ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
আসাদুজ্জামান খান বলেন, আর্টিজান হামলা বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট ছিল। ওই ঘটনার পর খুব দ্রুতই রিকভার করেছি। সন্ত্রাসীদের নির্মূল করা গেছে। প্রধানমন্ত্রীর সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে দেওয়া ডাকে দেশবাসী সাড়া দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ থেমে নেই। জঙ্গি-সন্ত্রাসী বিরোধী লড়াই আমাদের অব্যাহত রয়েছে। আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগের দুই অতিরিক্ত সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাভেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি মোখসেছুর রহমান, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, জাতিসংঘের বিশেষ দূত ও জাপানি রাষ্ট্রদূসহ নিহতদের স্বজনরা।
সারাবাংলা/এসআর/ এমএইচ