বিজ্ঞাপন

শতভাগ নয়, ১২০ ভাগ দিতে হবে চেলসিকে

December 12, 2017 | 3:19 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে লড়তে হবে বার্সেলোনা আর চেলসিকে। স্প্যানিশ জায়ান্ট বার্সার বিপক্ষে দুই লেগের ম্যাচ দুটিতে কঠিন পরীক্ষা দিতে হবে ইংলিশ ক্লাব চেলসিকে। শিরোপার অন্যতম ফেভারিট মেসি-সুয়ারেজদের বার্সার বিপক্ষে লড়াইয়ে দলের সবাইকে ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন চেলসি কোচ আন্তোনিও কোন্তে।

পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সা। তাদের হারাতে শিষ্যদের কাছে সামর্থ্যের চেয়েও বেশি কিছু চান চেলসি কোচ।

দুই লেগের লড়াইয়ের প্রথম দেখায় ২০ ফেব্রুয়ারি নিজেদের মাঠে খেলবে চেলসি। আর দ্বিতীয় লেগে বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে খেলবে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। প্রথম দেখাতেই এগিয়ে থাকতে চাইছেন চেলসি কোচ কোন্তে।

বিজ্ঞাপন

কঠিন প্রতিপক্ষ হিসেবে বার্সাকে পেয়ে কোন্তে জানান, ‘আমাদের প্রতিক্রিয়া ইতিবাচক হতে হবে। বার্সা দুর্দান্ত একটি দল। তবে, যে কোনো দুর্দান্ত দলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে নামতে হলে আপনাকে প্রস্তুত থাকতে হবে। তাই বার্সার মতো কঠিন দলের বিপক্ষে মুখোমুখি হতেও আমাদের প্রস্তুত থাকতে হবে। আর সেটা ইতিবাচক মেনেই প্রস্তুতি নিতে হবে।’

শেষ আটে যেতে হলে বার্সাকে টপকেই যেতে হবে চেলসিকে। সেটা যে মোটেও সহজ হবে না জানেন কোন্তে, ‘আপনি যখন বার্সার বিপক্ষে খেলবেন তখন পরের রাউন্ডে যাওয়ার আশা করতে চাইলে আপনাকে অবশ্যই ঘরের মাঠে ও অ্যাওয়ে ম্যাচে সামর্থ্যের চেয়েও বেশি দিতে হবে। ১০০ ভাগ নয়, ১২০ ভাগ দিতে হবে। আমি মনে করি, এই ধরনের ম্যাচে প্রত্যেক খেলোয়াড় তার সত্যিকারের মান দেখানোর ভালো সুযোগ পায়। এখানে সবাইকে সঠিকভাবে খেলতে হবে।’

সারাবাংলা/এমআরপি/১২ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন