বিজ্ঞাপন

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

May 9, 2021 | 3:42 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধে পরিবেশবাদী সংগঠন বেলা ও বেসরকারি ছয়টি সংগঠন এবং এক ব্যক্তি রিট দায়ের করেছেন হাইকোর্টে। রিটে মূল নকশায় সোহরাওয়ার্দীর মাস্টারপ্ল্যান রয়েছে তা ঠিক রাখার আর্জি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৯ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়।

এর আগে, এই ছয় সংগঠন এবং এক ব্যক্তির পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা বন্ধে গত বৃহস্পতিবার আইনি নোটিশ পাঠান মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।

বিজ্ঞাপন

আরও পড়ুন:  উদ্যানের গাছ কাটায় ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

নোটিশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার মো. শামিম আখতার এবং চিফ আর্কিটেক্ট অব বাংলাদেশ মীর মনজুর রহমানকে বিবাদী করা হয়েছে। নোটিশের জবাব না পেয়ে আজ এই তিন কর্মকর্তার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলার আবেদন করেন আইনজীবী মনজিল মোরসেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন