বিজ্ঞাপন

অক্সিজেন সংকট: পর্বতারোহীদের সিলিন্ডার ফেরত চায় নেপাল

May 10, 2021 | 3:19 pm

আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাস সংক্রমণের মুখে অক্সিজেন সংকট দেখা দেওয়ায়, পর্বতারোহীদের প্রতি অক্সিজেনের খালি বোতল ফেরার সময় সঙ্গে নিয়ে আসার আহ্বান জানিয়েছে নেপাল সরকার। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

সোমবার (১০ মে) নেপালের এক সরকারি কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

এ ব্যাপারে নেপাল মাউন্টিয়ারিং অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা কুল বাহাদুর গুড়ুং বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চলতি মৌসুমে ৭০০ পর্বতারোহী এবং শেরপারা মিলে সাড়ে তিন হাজার বোতল অক্সিজেন নিয়ে ওপরে উঠেছেন।

অন্য সময় তারা পর্বতের খাঁজে পরিত্যক্ত অবস্থায় বোতলগুলো ফেলে আসে, কিন্তু দেশটির বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতির কথা বিবেচনা করে অক্সিজেনের খালি বোতলগুলো সঙ্গে করে ফেরৎ আনার আহ্বান জানিয়েছে নেপাল সরকার।

বিজ্ঞাপন

এদিকে, রোববার (৯ মে) সরকারি হিসাব অনুযায়ী নেপালে করোনা সংক্রমণ এক মাসের ব্যবধানে ৩০ গুণ বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন তিন লাখ ৯৪ হাজার ৬৬৭ জন; মৃত্যু হয়েছে তিন হাজার সাতশ ২০ জনের।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন