বিজ্ঞাপন

শ্রীলংকা দল ঢাকায়

May 16, 2021 | 11:49 am

স্পেশাল করেসপন্ডেপন্ট

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলংকা ক্রিকেট দল। শ্রীলংকান এয়ারলাইনস যোগে অতিথিদের রোববার সকাল পৌঁনে ন’টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামার কথা থাকলেও নেমেছে তার আধাঘণ্টা আগেই।

বিজ্ঞাপন

এরপর বিমানবন্দরের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেল সোনারগাঁওয়ে চলে গেছে কুশল পেরেরা ও তার দল। সেখানেই আজ থেকে তিন দিন কোয়ারেন্টাইন করবে সফরকারি দল। এরপর শুরু করবে সিরিজপূর্ব অনুশীলন।

১৯ ও ২০ মে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলনের পরে ২১ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলেবে স্বাগতিক ও সফরকারি দুই দল।

বিজ্ঞাপন

এরপর শুরু হবে মূল লড়াই। ২৩ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ ও শ্রীলংকা। একই ভেন্যুতে ২৫ মার্চ সিরিজের দ্বিতীয় ও ২৮ মার্চ গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন