বিজ্ঞাপন

আগুনে পুড়ে গেলো বিদ্যালয় ভবন

May 16, 2021 | 11:55 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের আস্তাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার (১৫ মে) সন্ধ্যা রাতে আকস্মিকভাবে আগুন লাগে, মুহূর্তে মধ্যে তা পুড়ে যায়। খবর পেয়ে বরিশাল শহর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে যাওয়ার আগেই আসবাবপত্রসহ শিক্ষাপ্রতিষ্ঠানটি পুড়ে গেছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনার কারণে বিদ্যালয়টি বন্ধ ছিল। শনিবার রাত পৌনে ৯টার দিকে টিনশেড ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ভবনটি সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানান, রাত ৯টা ২০ মিনিটে খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ভবনটির সকল আসবাবপত্র পুড়ে যায়।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস এক লাখ টাকা ক্ষতি নিরুপণ করলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে অনেক বেশি। কিন্তু, প্রকৃতপক্ষে ক্ষতির পরিমাণ কতো তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন