বিজ্ঞাপন

মহামারিকালে একদিনে সর্বোচ্চ মৃত্যু ভারতে

May 18, 2021 | 12:00 pm

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় আঘাতে একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। যা মহামারিকালে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। মঙ্গলবার (১৮ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জনের করোনা শনাক্ত হয়েছেন। এতে করে মোট আক্রান্তের সংখ্যাও ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। যা এক দিনে সর্বোচ্চ মৃত্যু। ফলে মোট মৃতের সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে।

দেশটির মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাত, মধ্যপ্রদেশ, বিহার, কেরালার মতো রাজ্যগুলোতে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। তবে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশে সংক্রমণ পরিস্থিতি এখনো ঊর্ধ্বমুখী।

এদিকে ভারতে ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম চলছে। তবে সারাদেশে ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান না থাকার অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৫ লাখ ২৬ হাজার ৬৮৯ জন ভ্যাকসিন নিয়েছেন। এ নিয়ে মোট ১৮ কোটি ৪৪ লাখ ভারতীয়কে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন