বিজ্ঞাপন

২৩ দিনে নিম্ন আদালতে ৪১ হাজার আসামির জামিন

May 18, 2021 | 1:06 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী প্রবণতায় উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশের অধস্তন আদালতে গত ২৩ কার্যদিবসে ভার্চুয়াল শুনানি নিয়ে ৪০ হাজার ৮৫১ জন কারাবন্দি আসামি জামিনে মুক্তি পেয়েছেন। এর মধ্যে জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৩৫ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার (১৭ মে) সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১ হাজার ৬৮৮টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৮৪৭ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন। এদের মধ্যে শিশু রয়েছেন ৫ জন।

তিনি আরও জানান, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর গত ২৩ কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৭৬ হাজার ১১৬টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৪০ হাজার ৮৫১ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে শিশু ছিল ৫৩৫ জন।

বিজ্ঞাপন

উল্লখ্য, গত ১২ এপ্রিল (সোমবার) থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি শুরু হয়।

সারাবাংলা/কেআইএফ/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন