তথ্য চুরির মামলা আমলাতন্ত্রের নিকৃষ্টতম উদাহরণ: জিএমআরএফ
১৮ মে ২০২১ ১৮:০৩
ঢাকা: প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে নথি চুরির মামলাকে আমলাতন্ত্রের নিকৃষ্টতম উদাহরণ উল্লেখ করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে বৃহত্তর ময়মসিংহ রিপোর্টার্স ফোরাম (জিএমআরএফ)। মঙ্গলবার (১৮ মে) সংগঠনের সভাপতি কবির আহমেদ খান ও সাধারণ সম্পাদক রুকনুজ্জামান অঞ্জন এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।
পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হেনস্তা এবং রাতে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে নথি চুরির মামলা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। অবিলম্বে ভিত্তিহীন এই মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটির নেতারা। একইসঙ্গে এ ঘটনায় জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিচারের দাবি জানিয়েছে।
সংগঠনের সভাপতি কবির আহমেদ খান ও সাধারণ সম্পাদক রুকনুজ্জামান অঞ্জন বিবৃতিতে বলেন, নথি বা তথ্য সংগ্রহ সাংবাদিকতায় মৌলিক অধিকার। নথি সংগ্রহকে চুরি বা গুপ্তচরবৃত্তির সঙ্গে তুলনা আমলাতন্ত্রের নিকৃষ্টতম উদাহরণ। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়েও দেশের জনগণের স্বার্থে তথ্য সংগ্রহ ও প্রকাশ করে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রেও এমনটিই হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি, নিয়োগ বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরেই রোজিনা ইসলামকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করা হয়েছে ও মামলা দেওয়া হয়েছে বলে মনে করছে জিএমআরএফ নেতারা।
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে হেনস্তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, একইসঙ্গে সাংবাদিক রোজিনা ইসলামের দ্রুত মুক্তির জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে জিএমআরএফ।
সারাবাংলা/ইএইচটি/এসএসএ