বিজ্ঞাপন

রাতে গাজায় তীব্র হামলার পরিকল্পনা ইসরাইলের, লক্ষ্য দাইফ

May 19, 2021 | 12:44 am

আন্তর্জাতিক ডেস্ক

যত দিন যাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আক্রমণের তীব্রতা বৃদ্ধি করছে ইসরাইল। মঙ্গলবার (১৯ মে) রাতে গাজায় প্রচণ্ড হামলা চালানোর তথ্য দেশটির সংবাদমাধ্যমে সরবরাহ করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এবার তাদের হামলার মূল লক্ষ্য হামাসের সামরিক বিভাগ কাশেম বিগ্রেডের কমান্ডার মোহাম্মদ দাইফ। ইসরাইলের সামরিক বিভাগের সূত্রের বরাত দিয়ে জেরুসালেম পোস্টের প্রতিবেদনে এসব বলা হয়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, মঙ্গলবার হামাসের রকেট হামলায় ইসরাইলে দুই থাই নাগরিকের মৃত্যু হয়েছে। ফলে ইসরাইল মনে করছে— গাজায় হামাসের মূল ঘাঁটি এবং শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে আরও তীব্র হামলা পরিচালনা করা প্রয়োজন। মঙ্গলবার রাতেই গাজায় তীব্রতর হামলা চালাবে আইডিএফ।

খবরে বলা হয়, গত কয়েক দিন ধরে গাজায় মোহাম্মদ দাইফকে লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে। তবে সবকটি হামলা থেকে প্রাণে বেঁচে যেতে সক্ষম হয়েছেন এই হামাস কমান্ডার।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র হিদাই জিলবেরমান বলেন, সামরিক বাহিনীর সামনে একটি তীব্র রাত অপেক্ষা করছে। আমরা ওই রাতে নতুন কিছু এলাকায় আঘাত হানবো। গাজা উপত্যকায় হামাসের অন্তত দুটি নেটওয়ার্কে হামলা চালানো হবে।

বিজ্ঞাপন

এদিকে বিবিসি’র প্রতিবেদনেও একই খবর প্রকাশ হয়েছে। এতে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী গাজায় রাতের বেলা চালানো হামলার বিস্তারিত তথ্য দেশটির সংবাদমাধ্যমগুলোর কাছে সরবরাহ করেছে। এছাড়া দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হিদাই জিলবারম্যান জানিয়েছেন, তাদের ৬০টি যুদ্ধবিমান গাজায় মাটির নিচে হামাসের ভূগর্ভস্থ নেটওয়ার্ক যাকে ‘মেট্রো’ বলা হয়, তা ধ্বংস করেছে।

উল্লেখ্য, গত ১০ মে থেকে গাজায় ইসরাইলের টানা বিমান হামলায় এ পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। গাজা কর্তৃপক্ষের দাবি- এদের বেশিরভাগই শিশুসহ বেসামরিক নাগরিক। অপরদিকে হামাসও ইসরাইলে রকেট হামলা অব্যাহত রেখেছে। ১০ মে থেকে এ পর্যন্ত ৩ হাজারের বেশি রকেট ছুঁড়েছে হামাস। এতে ইসরাইলেও প্রাণহানীর ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন