বিজ্ঞাপন

‘এখন রাজনীতি করার সময় নয়’

May 21, 2021 | 8:00 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো : করোনাভাইরাসের অব্যাহত সংক্রমণ পরিস্থিতিতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে নেতাকর্মীদের মানুষের সেবা করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ধুনিরপুল এলাকায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিব-দুঃস্থদের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে শাহাদাত এ আহ্বান জানান। চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শাহাদাত বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এই মুহূর্ত থেকেই প্রত্যেক নাগরিকের উচিৎ একে অপরের সহায়তায় এগিয়ে আসা। এটাই এখন সময়ের দাবি। এখন রাজনীতি করার সময় নয়। এখন মানুষের সহায়তায় হাত বাড়ানোর সময়। আমাদের সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ার মাশুল হিসেবে করোনা দ্বিতীয় ধাপ অতিক্রম করছে। সামনে সর্বোচ্চ সতর্ক না হলে সেটা আর সামাল দেওয়া যাবে না। অকল্পনীয় পরিণতি বরণ করতে হবে। তাই জরুরি ভিত্তিতে পর্যাপ্ত করোনার টিকা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে।’

সদ্য কারামুক্ত শাহাদাত আরও বলেন, ‘করোনার কারণে গরিব মানুষের একটি বড় অংশ কর্মহীন। কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকার যে পরিমাণ ত্রাণ বিতরণ করছে তা মোটেও পর্যাপ্ত নয়। আমরা ব্যক্তিগত ও দলীয়ভাবে চট্টগ্রামে সাধ্যমতো জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রতিদিন আমার পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করছি। কিন্ত গত দুই মাস সরকারি ষড়যন্ত্রে মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাগারে বন্দি করে রাখায় সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে।’

বিজ্ঞাপন

‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট চুরির বিরুদ্ধে মামলা করায় আমাকে বানোয়াট মামলা দিয়ে অন্যায়ভাবে কারাবন্দি করেছিল সরকার’- বলেন শাহাদাত হোসেন

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, বর্তমান সভাপতি মো. সেকান্দর, নগর বিএনপি নেতা ইব্রাহিম বাচ্চু, এম আই চৌধুরী মামুন, আমিন মাহমুদ, ইদ্রিস আলী।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন