বিজ্ঞাপন

উড়িষ্যার খুব কাছে ঘূর্ণিঝড় ইয়াস

May 26, 2021 | 10:36 am

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উড়িষ্যার ধামরা এলাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার পূর্বে, বালাসোর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় ইয়াস। এখন যেকোনো মুহূর্তে উপকূলে আঘাত হানতে পারে প্রলয়ঙ্করী এই ঘূর্ণিঝড়। দেশটির আলীপুর আবহাওয়া অফিস এই খবর নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এদিকে উড়িষ্যার পারাদ্বীপে ইয়াসের প্রভাবে তীব্র ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, ইয়াস আঘাত হানার সময় সমুদ্রে ঢেউয়ের উচ্চতা থাকবে দুই থেকে চার মিটার। বাতাসের গতিবেগ থাকবে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। দমকা বাতাসের গতিবেগ থাকবে ১৮৫ কিলোমিটার।

এপিবি আনন্দের খবরে বলা হয়, উড়িষ্যা উপকূলের প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। এনডিআরএফের ২৮টি টিম মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

সারাবাংলা/এএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন