বিজ্ঞাপন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

May 27, 2021 | 12:56 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় শরিফা বেগম (৩২) নামে এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে ওই নারীর চাচা আব্দুস সালাম জানান, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আলিপুর গ্রামের মতি মিয়ার মেয়ে শরিফা। স্বামী মো. রাসেল এবং দুই সন্তান নিয়ে খিলক্ষেত বনরুপা এলাকায় হুমায়ুনের বাড়িতে ভাড়া থাকতেন। এক বছর ধরে উত্তর সিটি কর্পোরেশনে অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন শরিফা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সকালে শরিফার মৃত্যুর খবর পেয়ে থানায় গিয়ে তার মৃতদেহ দেখতে পান।

এ প্রসঙ্গে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল হক সরকার জানান, ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লোটাস কামাল ভবনের বিপরীত পাশে রাস্তায় ঝাড় দেওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই শরিফার মৃত্যু হয়। খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, একসঙ্গে ছয়জন মিলে তারা রাস্তা ঝাড় দিচ্ছিল। তবে কোন যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি তার সহকর্মীরা। তবুও গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/একেএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন