বিজ্ঞাপন

একাদশ নির্বাচন নিয়ে সমালোচনা পাত্তা দিচ্ছেন না গার্দিওলা

May 30, 2021 | 3:42 pm

স্পোর্টস ডেস্ক

অল্প কয়েক দিনের মধ্যে চেলসির বিপক্ষে টানা তিন ম্যাচ হারল ম্যানচেস্টার সিটি। নিশ্চন্দেহে সর্বশেষ হারটা বেশি পোড়াচ্ছে সিটি সমর্থকদের। প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের যে স্বপ্নে বিভোর ছিলেন সিটি সমর্থকরা এই হারের মাধ্যমেই সেই স্বপ্ন ভেঙে যে চুরমার হলো। এবারের পুরো মৌসুমে পেপ গার্দিওলার দল যেভাবে দাপুটে খেলল তাতে অনেকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা ম্যানচেস্টারের ক্লাবটির হাতেই দেখছিল। কিন্তু পোর্তোর ফাইনালে সব হিসেব পাল্টে দিয়েছে চেলসি।

বিজ্ঞাপন

পুরো মৌসুমে অনেকটা অপ্রতিরোধ্য থাকা ম্যানসিটিকে গতিময় ফুটবলে ভড়কে দিয়েছে টমাস টুখেলের চেলসি। এতে দুর্দার ম্যানসিটির রূপকার পেপ গার্দিওলাকেও দায়ি করছেন কেউ কেউ। গার্দিওলার একাদশ নির্বাচনের সমালোচনা করছেন অনেকে।

অতি আক্রমণাত্মক ফুটবলারদের একাদশে নিতে গিয়ে ফর্মে থাকা রদ্রি, ফার্নানদিনিও, জোয়াও  কনসেলোর মতো তারকাকে একাদশে রাখেননি গার্দিওলা। এবারের মৌসুমে ৬১ ম্যাচ খেলেছে ম্যানসিটি, তার মধ্যে এর আগে মাত্র একটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন না ফার্নানদিনিও ও রদ্রি। গার্দিওলার দলের শুরুর একাদশে ছিলেন না কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার। ফলে ইলকাই গুন্দোয়ানের কাঁধে পড়ে বড় দায়িত্ব। জার্মান তরুণ ভালো খেললেও এতো বড় দায়িত্ব পালন করতে পারেননি বলছেন অনেকে। তবে ম্যাচ শেষে এসব সমালোচনা কানে তুললেন না গার্দিওলা।

ম্যাচ জিততে স্কোয়াডে থাকা ফুটবলারদের নিয়ে সেরা দল বানানোর চেষ্টা ছিল তার। তিনি মনে করছেন, সেই চিন্তা ভুল ছিল না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘(একাদশ) নির্বাচনে আমি আমার সেরাটা দিয়েছি। গত মৌসুমে যেমনটা করেছিলাম অলিম্পিক লিওঁর বিপক্ষে। যেমনটা করেছিলাম পিএসজি ও (বরুশিয়া) ডর্টমুন্ডের বিপক্ষে। খেলাটা জিততে সবচেয়ে ভালো (একাদশ) নির্বাচন করেছিলাম আমি। খেলোয়াড়রা তা জানে। আমি মনে করি, গুন্দোয়ান ভালো খেলেছে। সে অসাধারণ ছিল। প্রথমার্ধে তাদের (রক্ষণ) দেয়াল ভাঙার প্রচেষ্টায় আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলক ভালো করেছি।’

বিজ্ঞাপন

গুন্দোয়ানকে নির্বাচনের পক্ষে যুক্তি দিয়েছেন সিটি কোচ, ‘গুন্দোয়ান এই পজিশনে অনেক বছর খেলেছে। খেলায় গতি আনতে এবং মাঠের ফাঁকা জায়গাগুলোতে অন্য খেলোয়াড়দের খুঁজে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

পরিস্থিতি তাদের অনুকুলেই ছিল। তবুও কাছে গিয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা হলো না ম্যানচেস্টার সিটির। তাতে নিশ্চয় হতাশ গার্দিওলাও। তবে মৌসুমটা যে দারুণ কেটেছে সেটাও বোঝাতে চাইলেন স্প্যানিশ কোচ, ‘আমি বলতে চাই যে, আমাদের জন্য একটা অসাধারণ, অসাধারণ মৌসুম কেটেছে। এখানে (চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে) পৌঁছানোটা স্বপ্নের মতো। দুর্ভাগ্যক্রমে, আমরা জিততে পারিনি।’

গতকাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির বিপক্ষে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার প্রতিযোগিতার শিরোপার লড়াইয়ে একমাত্র গোলটি করেন চেলসির জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ, ম্যাচের ৪২তম মিনিটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন