বিজ্ঞাপন

জামিন-আত্মসমর্পণের মেয়াদ আরও ৪ সপ্তাহ বাড়ল

May 30, 2021 | 11:17 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে জামিন ও সবধরনের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা আরও চার সপ্তাহ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট।

বিজ্ঞাপন

রোববার (৩০ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যেসব মামলায় এরইমধ্যে জামিনের মেয়াদ শেষ হয়েছে বা উচ্চ আদালত কর্তৃক আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের মেয়াদ শেষ হয়েছে সেসব ক্ষেত্রে জামিন বা আত্মসমর্পণের আদেশের মেয়াদ আরও চার সপ্তাহ বাড়ানো হয়েছে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে যেসব অন্তর্বর্তীকালীন আদেশের মেয়াদ শেষ হয়েছে সেসব ক্ষেত্রেও আদেশের মেয়াদ চার সপ্তাহ বাড়ানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এর আগে গত ৪ ও ১৮ এপ্রিল এবং ২ মে সুপ্রিম কোর্ট থেকে জামিন বা আত্মসমর্পণের আদেশের মেয়াদ বাড়িয়ে নির্দেশনা জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় নতুন নির্দেশনা জারি করা হলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন