বিজ্ঞাপন

মিয়ানমারের সামরিক আদালতে ২ সাংবাদিকের কারাদণ্ড

June 3, 2021 | 2:29 pm

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে জান্তা প্রশাসনের নিপীড়নের সংবাদ প্রচারের ঘটনায় ডেমোক্রেটিক ভয়েস অব বার্মায় (ডিভিবি) কর্মরত অং কিয়াও এবং মিজিমা নিউজের ফ্রিল্যান্স রিপোর্টার জাও জাওকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

বুধবার (২ জুন) দেশটির দক্ষিণাঞ্চলীয় মাইয়েক শহরের একটি সামরিক আদালত এ রায় ঘোষণা করে।

ওই সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি ভুয়া খবর ছড়ানো ঠেকাতে উপনিবেশিক আমলের একটি আইন সংশোধন করেছে জান্তা সরকার। ওই আইনেই সাংবাদিকদের দণ্ড দেওয়া হয়েছে।

এর আগে, ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাত করে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয়। এর প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ এবং সিভিল ডিজওবিডিয়েন্স মুভমেন্ট (সিডিএম) শুরু হয়। তা ঠেকাতে কঠোর বলপ্রয়োগের নীতি গ্রহণ করে সামরিক সরকার। বিক্ষোভের খবর প্রচার করায় আরও বেশ কয়েক জন সাংবাদিককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, সাংবাদিকদের ওপর নিপীড়নসহ মিয়ানমারের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের লাইসেন্স প্রত্যাহার করে নিয়েছে জান্তা সরকার। এর মধ্যে ডিভিবি এবং মিজিমাও রয়েছে। এছাড়াও ইন্টারনেট নিয়ন্ত্রণ ও স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন