বিজ্ঞাপন

নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়সীমা ৭০ লাখ টাকা করার প্রস্তাব

June 3, 2021 | 9:12 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নারী উদ্যোক্তাদের আয়করে আরও ছাড় দেওয়া হচ্ছে। তাদের করমুক্ত আয়ের সীমা বর্তমান ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৭০ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট উত্থাপন করেন। সেই বাজেটে নারী উদ্যোক্তাদের আয়করে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, ‘একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রা এবং টেকসই উন্নয়নে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব অপরিসীম। অর্থনীতিতে উদ্যোক্তা হিসেবে পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। এভাবে নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। এসএমই খাত ও নারীর উন্নয়নে এই খাতের নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে ব্যবসার মোট টার্নওভার ৭০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করছি।’

করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি পাওয়ার সুবাদে দেশে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন