বিজ্ঞাপন

খেলোয়াড়দের ভোটে ইপিএলের বর্ষসেরা ফুটবলার ডি ব্রুইন

June 7, 2021 | 6:16 am

স্পোর্টস ডেস্ক

থিয়েরি হেনরি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর টানা দ্বিতীয়বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারদের ভোটে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন কেভিন ডি ব্রুইন। ২০২০/২১ মৌসুমে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে দারুণ অবদান রাখায় প্রোফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন-পিএফএ’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন কেভিন ডি ব্রুইন। গেল মৌসুমে শিরোপা জিততে না পারলেও দুর্দান্ত পারফরম্যান্স করে এই পুরস্কার জিতেছিলেন তিনি।

বিজ্ঞাপন

এবারের মৌসুমে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের দৌড়ে ডি ব্রুইনের সঙ্গে লড়েছেন ক্লাব সতীর্থ ফিল ফোডেন, রুবেন ডিয়াজ, ইয়াকি গুন্দোয়ানের সঙ্গে। এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ এবং ও টটেনহ্যাম হটস্পার্সের হ্যারি কেইনও ছিলেন এই দৌড়ে। তবে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে ছয়টি গোল করে ও সতীর্থদের দিয়ে ১২টি করিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডি ব্রুইনে। এবার লিগ কাপও জিতেছে ম্যানচেস্টারের দলটি, উঠেছিল চ্যাম্পিয়ন্স লিগেরও ফাইনালে।

বর্ষসেরা পুরস্কার জয়ের পর ডি ব্রুইন জানিয়েছেন, ‘টানা দ্বিতীয়বারের পুরস্কারটি জিতে আমি সম্মানিত ও গর্বিত বোধ করছি।’

সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে মোট ৪০ ম্যাচ খেলে ১০ গোল করার পাশপাশি সতীর্থদের দিয়ে ১৮টি করিয়েছেন তিনি। অসাধারণ এই স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় ডি ব্রুইন তারকা রোনালদো ও হেনরির পাশে নিজের নাম উচ্চারিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ফুটবলের দুই কিংবদন্তির কথা বলা হচ্ছে-একজন হলেন সবসময়ের সেরা স্ট্রাইকারদের অন্যতম (থিয়েরি অঁরি) এবং আরেকজন বর্তমানের সেরা দুই ফুটবলারের একজন (রোনালদো), তাদের মতোই কোনো কিছু করতে পারাটা দুর্দান্ত। দলগত ভাবে সবাই সব শিরোপা জিততে চায় আর ব্যক্তিগতভাবে এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার। প্রতি ম্যাচে আমি যাদের বিপক্ষে খেলি, সেই সব প্রতিদ্বন্দ্বীদের ভোটে সেরা হওয়ার অর্থ অনেক।’

এছাড়াও সিটির যুব দল থেকে উঠে আসা ২১ বছর বয়সী ফিল ফোডেন জিতেছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। এবারের প্রিমিয়ার লিগে ৯ গোল করে ও পাঁচটি গোল করিয়েছেন সতীর্থদের দিয়েও।

অন্যদিকে নারী ফুটবলে পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চেলসির ফরোয়ার্ড ফ্রান কির্বি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন