বিজ্ঞাপন

চলতি অর্থবছরে জিডিপি হবে দক্ষিণ এশিয়ায় সবার উপরে: অর্থমন্ত্রী

June 9, 2021 | 7:20 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: চলতি ২০২০-২১ অর্থবছরে দেশের মাথাপিছু আয়ের (জিডিপি) হার হবে ৬ দশমিক ১ শতাংশেরও বেশি; যা দক্ষিণ এশিয়ায় সবার উপরে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিজ্ঞাপন

বুধবার (৯ জুন) অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রথমে দেখতে হবে, বিশ্বব্যাংক যা বলে এখন পর্যন্ত সেটা ঠিক হয়েছে কি-না। যদি কিছু প্লাস-মাইনাসও হয় তারপরও আমরা সেখানে মিল খুঁজে পাইনি।’

তিনি বলেন, ‘২০২১-২২ অর্থবছর সম্পর্কে আমাদের যে প্রজেকশন আছে, সেটি আমরা বাস্তবায়ন করতে পারব। এখন চলতি অর্থবছরেও আমরা ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির হারের কথা বলেছি। অর্থবছরের শেষ দিকে মে-জুন মাসে সামষ্টিক অর্থনীতির গতি যেভাবে পজিটিভলি টার্নওভার করেছে, তাতে আমরা বিশ্বাস করি, ৬ দশমিক ১ শতাংশের উপর জিডিপি আমরা অর্জন করতে পারব। সেই অর্জনটি সাউথ এশিয়ায় সবার উপরে হবে। মাত্র কয়েকদিনের ব্যাপার; আপনারা দেখবেন ঠিক হয় কি-না।’

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘পার্বত্য অঞ্চল বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ স্থাপন করতে হবে। আমাদের কানেকটিভিটি বাড়াতে হবে। সেই কাজটি করার জন্যই ক্যাবল স্থাপন করতে হবে। কাজটি করার অনুমোদন আমরা দিয়েছি। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ কাজটি করবে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন