বিজ্ঞাপন

১৭ আগস্টে সিরিজ হামলা: জেএমবি নেতাকে জামিন দেননি হাইকোর্ট

June 9, 2021 | 11:27 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ঘটনায় হবিগঞ্জে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সালাহউদ্দিনকে জামিন দেননি হাইকোর্ট।

বিজ্ঞাপন

বুধবার (৯ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তার জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এম মঈনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে সারা দেশে আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলা চালায় জেএমবি। ওই ঘটনায় সারাদেশে মামলা হয়। এর মধ্যে হবিগঞ্জে জেলা সদরে সোনালী ব্যাংকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি সালাহউদ্দিনের জামিন আবেদন গত ২৪ জানুয়ারি হবিগঞ্জের আদালত খারিজ করেন। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। পরে আজ ওই মামলাটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ কের দেন আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন